Thursday, June 28, 2012

Windows আপনার Total Internet Speed থেকে ২০% কেটে রেখে দেয়, আসুন উদ্ধার করি এই ২০ %


আপনি কি জানেন Windows আপনার Total Internet Speed থেকে ২০ ভাগ (Version ভেদে ভিন্ন হতে পারে) কেটে রেখে দেয়। লাইনটি আবার পড়ুন! কি অবাক লাগছে না? Windows এটা করে তার Update নেয়ার জন্য। আর তাই আপনি Windows Update এর বেশির ভাগ সময় টের পান না। আর Internet Browsing এর সময় এই ২০ ভাগ সম্পূর্ণ অলস পড়ে থাকে। মনে মনে হয়তো বলছেন কতই না Tricks এর কথা শুনলাম, কতই না Software download করলাম এমন অবজ্ঞা ও তাচ্ছিল্য করছেন। তবে এটা কী তা ১ মিনিট পরে আপনিও বুঝতে পারবেন আর আপনার মুখের হাসিটা ২০ ভাগ স্ফৃত হবে তা নিশ্চিত। এবার চলুন দেখা যাক কীভাবে এই ২০ ভাগ সুপ্ত Internet Speed কাজে লাগানো যায়ঃ

অনুসরণ করুন নিচের পদ্ধতিঃ

1/Click on Run option
2/Type> gpedit.msc > see Local Computer Policy
ঠিক আছে এখন
3/Click> Administrative Templates.
4/Click>Network
5/Click>QoS Packet Scheduler
6/Click>Limit Reservable Bandwith
7/ এখন উপরের বাম কোনায় Enable এ Click করুন এবং Bandwith Limit (%) 0 দেবেন। আপনার কাজ শেষ তবে তার পূর্বে আপনার কম্পিউটার কে Restart দিন আর দেখুন What’s going on

আশা করি আপনার আর এই Internet Speed নিয়ে আর মাথা ঘামাতে হবে না। প্রসঙ্গত আর একটি কথাঃ বাংলাদেশের প্রেক্ষিতে আপনার Internet Speed বাড়াতে কোন Software ই কাজে লাগেনা। উপরোক্ত পদ্ধতিই একমাত্র স্থায়ী পদ্ধতি তা আপনি বিশ্বাস করেন অথবা না করেন। তবে বিশ্বাসে মিলাময় বস্তু তর্কে বহুদুর। বিশ্বাস করুন আর ভালো থাকুন।
যারা একটু বেশী খুঁত খুতে তারা নিচের লিংক দেখুনঃ
increase your internet speed by at least 20%