Thursday, June 28, 2012

Angry IP Scanner : ইন্টারনেট বা ইন্ট্রানেটে লাইভ আই-পি ও হোষ্টনেম বের করার একটি কার্যকরী ছোট্ট টুল


Angry IP Scanner ব্যবহার করে আপনি লাইভ আই পি ও হোষ্টনেম বের করে ফেলতে পারেন, আপনার নেটওয়ার্কের ও ইন্টারনেট নেটওয়ার্কের।

প্রথমেই Angry IP Scanner ডাউনলোড করে নিন। সেটআপ দিতে হবে না। ডাউনলোড করা ফাইলের উপর ক্লিক করলেই Angry IP Scanner চালু হবে।

ডাউলোডের পর্যায় শেষে এখন Angry IP Scanner ব্যবহারের পালা। প্রথমে আপনি আপনার নেটওয়ার্কে থাকা পিসিগুলোকে উপর পরীক্ষা চালান। প্রথমেই আপনার কম্পিউটারের আই পি জেনে নিন।

Click > Start > Run > (Run অংশে আপনি লিখুন) > cmd (Enter চাপুন) > ipconfig (নতুন আসা কালো উইন্ডোতে লিখুন)

এবার দেখুন উইন্ডোর IP Address লেখা অংশে আপনার আই পি ঠিকানা এসেছে।

উপরের ছবিটি লক্ষ করুন, আমার নিজের কম্পিউটার থেকে আই পি বের হয়েছে ২০২.৫৩.১৬০.২৫।

আমি এখন ২০২.৫৩.১৬০.১ থেকে ২০২.৫৩.১৬০.২৫৫ পর্যন্ত আই পি গুলোকে দেখব কোন কোন আই পি লাইভ আছে। এবং কোন আই পি এর হোষ্টনেম কি ?

উপরের ছবিটিতে আমার দেয়া ষ্ক্যানের রিপোর্ট দেখুন।

ধরুন আপনার কম্পিউটারের আই পি ১৯২.১৬৮.১০০.৬৬ .। আপনার লোকাল নেটওয়ার্ককে Angry IP Scanner দিয়ে স্ক্যান করুন ১৯২.১৬৮.১০০.১ টু ১৯২.১৬৮.১০০.২৫৫ দিয়ে । দেখবেন লোকজনের নাম সহ রিপোর্ট এসেছে।

=============================================

আপনি ইন্টারনেটে থাকা অবস্হায় যে কোন ইন্টারনেট আই পি ব্লককে স্ক্যান করতে পারেন। যেমন ২০৩.৮৪.২১৭.১ থেকে ২০৩.৮৪.২১৭.২৫৫ পর্যন্ত স্ক্যান করুন। এটি ইয়াহূ অস্ট্রিলিয়ার আই পি। রেজাল্ট কি আসে নিজেই দেখুন।