Thursday, June 28, 2012

কিভাবে জানবেন আপনার বন্ধুর পাসওয়ার্ড সমূহ। তাও আবার দুনিয়ার সব চেয়ে সহজ উপায়ে




দেখবেন নাকি আপনার বন্ধুর ব্যবহার করা সকল পাসওয়ার্ড । তাও আবার দুনিয়ার সব চেয়ে সহজ উপায়ে ।:):):):) কষ্ট করে হ্যাকিং শেখার আর কোন দরকার নাই ।

আসুন জেনে নিই কিভাবে জানবেন আপনার বন্ধুর পাসওয়ার্ড সমূহ ।

আমরা কমবেশি সবাই মজিলা ফায়ারফক্স ব্যবহার করি । আর কোন সাইটে লগইন করার সময় নিজের কম্পু হতে রিমেম্বার পাসওয়ার্ড সিলেক্ট করি । ফলে ফায়ারফক্স অটোমেটিক পাসওয়ার্ড সেভ করে রাখে । আর এটাই হলো আপনার জন্য পাসওয়ার্ড হারানোর উত্তম পথ ।   

দয়া করে পাসওয়ার্ডগুলো এভাবে সেভ করবেন না । তাহলে পাসওয়ার্ড আর কারো হাতে যাবে না । ফলে আপনি থাকবেন নিরাপদ ।

যাই হোক এই সেভ করা পাসওয়ার্ড দেখবেন কী করে তা জানিয়ে দিই এবার ।

১ । প্রথমে menu হতে tools এ ক্লিক করুন । এরপর options এ ক্লিক করুন ।



২ । এবার যে উইন্ডোটা আসবে তার security tab সিলেক্ট করুন । এরপর saved password এ ক্লিক করুন ।



৩ । এবার সেভ করা পাসওয়ার্ড এর একটা লিস্ট আসবে । এখানে নিচে show passwords এ ক্লিক করুন । আর দেখে নিন সকল পাসওয়ার্ড ।




পরিশেষ একটা অনুরোধ পাসওয়ার্ড গুলো হাতিয়ে নিয়ে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না ।