ইদানিং অনেকেই জানতে চাচ্ছে Pen Drive থেকে কিভাবে Xp/Vista/Windows 7 Install দেয়া যায় ।এ বিষয়টা ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ।
তাই এবার এ বিষয়ে পোষ্ট দিলাম ।
উল্লেখ্য যে Xp Install করতে Software লাগবে ; এটি Software ছাড়া হয় না ।
Windows 7 Install করতে Software লাগবে না ।
তাহলে এবার দেখুন কিভাবে করতে হয় ।
Windows Xp Install
Click This Link
উপরের লিংক থেকে software টি আগে download করে নিন ।
১। Unzip করুন ।
২। আনজিপের পর WinToFlash অ্যাপ্লিকেশনটি চালু করুন।
৩। "Windows Setup Transfer Wizard" এর পাশের বাটনে ক্লিক করুন।
৪। নেক্সট বাটনে চাপ দিন।
৫। এবার আপনার উইন্ডোজের (এক্সপি/ভিস্তা/সেভেন) সেটাপ ফোল্ডারের লোকেশন (হার্ডড্রাইভ অথবা সিডি/ডিভিডি থেকে) এবং আপনার পেনড্রাইভ এর লোকেশন ঠিক করে দিয়ে নেক্সট বাটনে চাপ দিন।
৬। ওকে করুন....এবার পেনড্রাইভে ফাইল কপি শুরু হবে; কপি শেষ হতে কয়েক মিনিট লাগতে পারে।
৭। কপি হয়ে গেলে ওকে বাটন চাপুন।
ব্যস তৈরি হয়ে গেল আপনার বুটেবল উইন্ডোজ এক্সপি/ভিস্তা/সেভেন পেন ড্রাইভ। এবার বায়োসে বুট প্রায়োরিটি ইউএসবি ডিভাইস করে দিয়ে অনায়াসে সেটাপ করুন আপনার পছন্দের উইন্ডোজ।
বি:দ্র:
* এক্সপির জন্য কমপক্ষে ২ গিগা এবং ভিস্তা/সেভেনের জন্য কমপক্ষে ৪ গিগা পেনড্রাইভ দরকার হবে।
* পেনড্রাইভ বুটেবল করার আগে পেনড্রাইভের সব ডাটা হার্ড ড্রাইভে সেভ করে নেবেন। তবে বুটেবল করার পর পেনড্রাইভকে সাধারনভাবেই ব্যবহার করতে পারবেন।
* আপনার PC এ MOTHERBOARD এ USB BOOT OPTION টি থাকতে হবে ।
Windows 7 Install
১। যেকোন ডিভিডি ড্রাইভে উইন্ডোজ ৭/ভিস্তা ইনস্টলেশন ডিভিডি ঢুকিয়ে "Boot" ফোল্ডার খুঁজে বের করুন। "Boot" ফোল্ডার থেকে "bootsect.exe" ফাইলটি কপি করে আপনার হার্ড ডিস্কের যেকোন ড্রাই্ভে (ধরা যাক D ড্রাইভে) পেস্ট করুন (কোন ফোল্ডারে নয়, D ড্রাইভের রুটে পেস্ট করুন)।
২। এবার আপনার পেন ড্রাইভটি NTFS ফরম্যাটে ফরম্যাট করুন।
৩। স্টার্ট মেন্যু থেকে command prompt অপশন এর রাইট বাটনে ক্লিক করে "Run as administrator" হিসেবে চালু করুন।
৪। command prompt এ D: লিখে এন্টার চাপুন (এতে আপনার হার্ড ড্রাইভের D ড্রাইভের রুট ফোল্ডারে চলে যাবেন)।
৫। এবার bootsect.exe/nt60 G: লিখে এন্টার চাপুন (যেখানে G হল আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার)
এতে আপনার পেনড্রাইভে bootmgr code আপডেট হবে।
....ব্যস, তৈরি হয়ে গেল আপনার বুটেবল ইউএসবি/পেন ড্রাইভ।
৬। এখন উইন্ডোজ ইন্সটলেশন ডিভিডির সব ফাইল কপি করুন আপনার পেনড্রাইভে।
৭। কম্পিউটার রিস্টার্ট করুন এবং বায়োস থেকে boot priority হিসেবে আপনার ইউএসবি/পেনড্রাইভ সিলেক্ট করুন।
৮। উইন্ডোজ ইন্সটল করুন কোন ঝামেলা ছাড়াই এবং তুলনামুলক কম সময়ে।