Thursday, June 28, 2012

কম সময়ে Operating System Backup & Restore





আমরা যারা Operating System হিসেবে Windows চালাই তারা প্রায় একটা সমস্যায় পড়ি তা হল দেখা যায় যে কাম্পউটার চালু হচ্ছে না , ফাইল মিসিং,কোন Program কাজ করছে না অথবা সিস্টেম Crash !

তখন আমাদের আবার নতুন করে Operating System দিতে হয় , যা বরাবরই বিরক্তি কর বা সময় সাপেক্ষ। তার চেয়ে বেশী বিরক্তি কর তা হল Operating System Install করার পর দরকারী Software গুলো খুজে খুজে বের করে আবার Install করা । এসব ঝামেল থেকেই সহজেই মুক্তি পাওয়া যেতে পারে Hiren Bootable Cdর মাধ্যমে। এটি Software সহ Operating System কে ব্যাকআপ ও রিস্টোর করতে পারে ।

এজন্য প্রথমে আপনাকে http://www.hiren.info থেকে Hiren নামিয়ে Bootable Cd হিসেবে রাইট করে নিতে হবে ।

এবার একটা ফ্রেশ কপি Operating System Install দিয়ে আপনার প্রয়োজনীয় Software গুলো Install করে নিন ।


কারন আমরা এই Install কৃত Operating System Backup রাখবো এবং পরবর্তিতে এখান তেকেই Restore করব ।


Operating System Backup

১ম ধাপ :-





Hiren Bootable Cd টি আটনার রম এ ঢোকান এবং বায়োস থেকে 1st Boot হিসেবে Cd/DVD Rom কে দেখিয়ে দিন ।


এবার বুট মেনুতে কতগুলো অপশন দেখতে পাবেন




Boot From Hard Drive
Dos Programs
Mini Windows Xp
Mini Linus সহ আরো বেশ কিছু Option



২য় ধাপ :-



Dos Programs Option টি Select করুন







এখানে Hiren’s All In 1 Cd 13.1 Menu নামে একটি window আসবে ।এখান থেকে ৮ নং মেনুটি সিলেক্ট করুন {8.Restore Apps.(Norton Ghost Arconic,Paragon……)}> Acronics True Image (HBCD\ATIS.uha) Option টি Select করুন ।












৩য় ধাপ :-

গ্রাফিক্যাল মোডে কাজ করার জন্য আপনার কম্পিউটারে Mouse,Keyboard,Driver ইত্যাদি ডিটেক্ট করবে । এখানে কোন ধরনের পরিবর্তন না করে Enter চাপুন বা অপেক্ষা করুন । এতে করে আপনা সামনে Acronics True Image Enterprise Server window আসবে ।






যার মধ্য থেকে আমাদের দুটি অপশনের দরকার হবে ।
i.Create Image
ii.Restore Image



৪র্থ ধাপ :-

Backup এর জন্য –
Create Image Select (Next) > Create Image Wizard (Next) >Selecting Partition to Image (Select C Drive & Press Next) > এবার Image Archive Creation এই অংশে আপনাকে বলে দিতে হবে কোন Drive এ আপনি C Drive Back up রাখবেন ।





তা বলে দিয়ে Back up এর একটা নাম দিয়ে Next Button Click করুন ।




Create the full backup Image archive Option টি Select করে নেক্সট বাটন ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরন করুন ।
Autometic >Compression Level:Normal>password এর ঘরটি খালি রাথুন > Image Archive Comments> Processed এ Click করুন ।





তাহলে এটি আপনার C Drive কে Backup নিতে থাকবে এবং ব্যাকআপ শেষ হলে আপনাকে মেসেজ দিবে ।
ব্যাস হয়ে গেল ব্যাক আপ করা আপনার Operating System যা পরবর্তিতে এখান থেকে আপনি Operating System Restore করে নিতে পারবেন ।
Backup File টা যত্ন করে কোন Hard Drive/Pen Drive /Cd করে রাখুন ।


Operating System Restore From Bckup


*কোন কারনে Operating System নতুন করে Install করার প্রয়োজন হলে আপনার Backup File টি Retore করে নিতে পারেন ।
আর যদি আপনার C Drive Format করার প্রয়োজন হয় তাহলে ৩নং ধাপ হতে Partition Magic Tool সিলেক্ট করে C Drive Format করে নিতে পারেন ।

2. যেহেতু Backup file কে restore করব তাই ৩নং ধাপের Restore Image Select করে নেক্সট বাটন ক্লিক করুন ।
3. Image Archive Selection এ আপনার backup File টি দেখিযে দিন । Next click করুন > No,I do not want to verify কে Select করে নেক্সট বাটন ক্লিক করুন ।
4. Partiton or Disk to restore:NTFS pri,Act Select করে নেক্সট বাটন ক্লিক করুন ।
5. এখানে Restore Partiton Location এ জানতে চাইবে কোথায় Restore করতে চাচ্ছন ,এখানে pri,Act Select করে নেক্সট বাটন ক্লিক করুন ।
6. Restore Partion type: Archive(Next)>Restore Partition Size(Next)>No I do not (Next)> Processed বাটনে Click করুন ।
7. এখন আপনার backup File গুলো Restore কারে শুরু করবে এবং খুব কম সময়ে আপনি আপনার Operating System ফিরে পাবেন ।






টরেন্ট এ হিরেন ডাউনলোড করুন