Tuesday, February 5, 2013

বর্তমান বিশ্ব সাধারণ জ্ঞান

***BCS ও অন্যান্য পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি):

ফটোকপিয়ার আবিস্কারক- সি. এফ. কার্লসন (জাতীয়তা আমেরিকান) আবিস্কারের সাল- ১৯৩৮ ইং আবিস্কারকের জন্ম-১৯০৬ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৬৮ ইং।
ঘাস কাটার যন্ত্র- লন মোয়ার ।
সাইকোলজি(Psychology)হল- মনোবিদ্যা ।
বোটানি(Botany)হল- উদ্ভিদবিদ্যা।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার- তিহানে-১।
বিশ্বের বৃহত্তম লাইব্রেরি- লাইব্রেরি অব কংগ্রেস।
বিশ্বের সর্ববৃহৎ প্রাণী- নীল তিমি।
পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন- ২১ জুন।
পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন- ২২ ডিসেম্বর।
সর্বত্র দিনরাত্রি সমান - ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
বিশ্বের উল্লেখযোগ্য ট্যাবলেট কম্পিউটার- ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস প্রভৃতি।
অর্থনীতিতে প্রথম নোবেল দেয়া হয়- ১৯৬৯ সালে।
ঘূর্ণিঝড় ‘আইলা’র অর্থ- ডলফিন বা শুশুক জাতীয় এক ধরনের প্রাণী।

চলবে……

***বাংলাদেশ বিষয়াবলি সাধারণ জ্ঞান :

বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয়- ১৯৭৩ সালে(২৭তম বিসিএস) ।
বাংলাদেশের পোস্টাল একডেমী কোথায় অবস্থিত- রাজশাহী(২৭তম বিসিএস) ।
বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউবে মা হন- ফিরোজা বেগম(২৭তম বিসিএস) ।
ঢাকা বাংলার রাজধানী স্হাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন- ইসলাম খান(২৬তম বিসিএস) ।
‘সূর্য্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রর পরিচালক কে ছিলেন- শেখ নিয়ামত শাকের(২৬তম বিসিএস) ।
বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত- ঈশ্বরদী(২৬তম বিসিএস) ।
মানবাধিকার দিবস পালিত হয়-১০ ডিসেম্বর(২৬তম বিসিএস) ।
প্রধান নির্বাচন কমিশনারের মিয়াদকাল কত- ৫ বছর(২৫তম বিসিএস) ।
বাংলাদেশ কোন সালে CTBT এর অনুমোদন করে-২০০০ সালে(২৫তম বিসিএস) ।
বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়- বগুড়া(২৫তম বিসিএস) ।
‘সাবমেরিন কেবল’ প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম- ডাক ও টেলিযোগাযোগ(২৫তম বিসিএস) ।
কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে- মিজোরাম(২৫তম বিসিএস) ।
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম- পূর্বাশা দ্বীপ(২৪তম বিসিএস) ।
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর- বেনাপোল(২৪তম বিসিএস) ।

চলবে……..

***সাহিত্যিক বিষয়াবলি সাধারণ জ্ঞান :

‘কবর’ নাটক কার রচনা- মুনীর চৌধুরী (১০তম বিসিএস) ।
‘পথের দাবী’ উপন্যাসের রচয়িতা- শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় (২২তম বিসিএস) ।
‘নদী ও নারী’ কার রচনা- হুমায়ুন কবির (২০তম বিসিএস) ।
‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচিয়তা- ফররুখ আহমদ (২৮তম বিসিএস) ।
লৌখিক কাহিনীর প্রথম রচয়িতা কে- দৌলত কাজী(২৭তম বিসিএস) ।
মিশ্র শিল্প কোনটি- নাটক ।
জীবনান্দ দাশের জন্মস্হান কোন জেলায়- বরিশাল(১৬তম বিসিএস)।
পেয়ারা কোন ভাষা থেকে আগত- পুতর্গিজ (২৩তম বিসিএস) ।
কাচিঁ কোন ধরনের শব্দ- তুর্কি(২৫তম বিসিএস) ।
খাটিঁ বাংলা শব্দকে বলা হয়- তদ্ভব শব্দ ।