পরিবারে
আর্থিক অনটন চরমে। বাবা ও ছেলে মিলে ঠিক করলো তাদের গাধাটি বিক্রি করে
দিবে। তাই, বাবা,ছেলে ও গাধা তিনজনই হেঁটে রওনা দিলো। কিছুদূর যাওয়ার পর
তাদেরকে দেখে একজন বললো লোক দুটো কি বোকা। গাধা থাকতে হেঁটে যচ্ছে। একজন তো
গাধার পিঠে উঠে আরাম করে যেতে পারো। বাবা ছেলেকে গাধার পিঠে উঠিয়ে দিলেন। ছেলে
গাধার পিঠে আর বাবা হেঁটে চলছেন। কিছুদূর যাওয়ার পর আরেকজন বলল, কী
বেয়াদব ছেলে রে বাবা !! নিজে গাধার পিঠে আরাম করে যাচ্ছে আর বুড়ো বাপকে
হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এ মন্তব্য শোনার পর বাবা ও ছেলে স্থান পরিবর্তন
করলো। বাবা গাধার পিঠে আর ছেলে হেঁটে। আরও
কিছুদূর অগ্রসর হওয়ার পর আরেক ব্যাক্তি মন্তব্য করল, কী নিষ্ঠুর পিতা।
নিজে গাধার পিঠে আরাম করছে আর মাসুম বাচ্চাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এ
মন্তব্য শোনার পর বাবা ও ছেলে দু’জনই গাধার পিঠে উঠল। গাধা চলতে শুরু করল। কিছুদূর অগ্রসর হওয়ার পর একজন পশুপ্রেমিকের নজরে পড়ল তারা। পশুপ্রেমিক তাদের দেখে আক্ষেপ করে বলতে শুরু করল, কী অত্যাচার!! কী অবিচার! একটি গাধা তার উপর দুটি লোক !! এও সম্ভব?? বাবা
ও ছেলে পড়ল সমস্যায়। কী মুশকিল! গাধার সাথে হেঁটে গেলে দোষ। ছেলে উঠলে
দোষ! বাবা উঠলে দোষ! দু’জন উঠলে দোষ! এখন কি করা যায়? বাবা ছেলে দুজন মিলে
নতুন এক বুদ্ধি বের করল। বাঁশ ও রশি জোগাড় করল। গাধার চার পা ভালো করে
বাঁধল। তারপর পায়ের ফাঁক দিয়ে বাঁশ ঢুকিয়ে দিল। বাবা সামনে আর ছেলে
পিছনে বাঁশ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করল। গাধা রইল ঝুলে। এবার
সামনে পড়লো পুল। গাধাকে কাঁধে নিয়ে পুল পার হওয়ার সময় গাধা ভয় পেয়ে
চিৎকার করে নড়ে উঠল। বাবা, ছেলে ও গাধা পড়ে গেল খালে। গাধার মেরুদণ্ড
ভাঙল। বাবা ও ছেলের ভাঙল পা। গাধা আর বিক্রি করা হলো না। বাবা ও ছেলে আহত
অবস্থায় ফিরে এল ঘরে।
শিক্ষাঃ
অন্যের মতামত দ্বারা প্রভাবিত না হয়ে নিজের বুদ্ধি, বিবেককে ও কাজে
লাগানো উচিত। আপনি যদি সহজে অন্যের কথায় গলে যান, রেগে যান, আন্যের দ্বারা
চালিত হোন, তবে সবসময় আপনি হতাশা, ব্যার্থতায় পর্যবাসিত হবেন। তাই নিজের
উপর দৃঢ় মনোবল আর বিশ্বাস রাখুন।