Saturday, February 9, 2013

আমাদের জীবনের উপহার গুলো


Babyএকটি শিশু যেদিন জন্ম নেয়, সেদিন সে সৃষ্টিকর্তার দেয়া কিছু বিশেষ উপহার সাথে করে নিয়ে পৃথিবীতে আসে। এই উপহারগুলো আমরা সকলেই পেয়েছি। কিন্তু কেউ কেউ এগুলোর কথা বেমালুম ভুলে গেছি। আসুন আপনাকে আপনার প্রথম জন্মদিনে পাওয়া এই গিফটগুলোর কথা মনে করিয়ে দেয়ার চেষ্টা করি।
✿ উপহার এক- শক্তি। যখনই আপনার প্রয়োজন হবে আপনার এই উপহারটি ব্যবহার করতে ভুলবেন না।
✿ উপহার দুই – সৌন্দর্য্য। মানুষের প্রকৃত সৌন্দর্য্য তা কর্মে । আপনার প্রতিটি কাজ আপনার সৌন্দর্য্যের গভীরতাকেই ফুটিয়ে তোলে।
✿ উপহার তিন – সাহস। আপনি কথা বলার সময়,কাজ করার সময় এটি ব্যবহার করুন। এটিই আপনাকে এগিয়ে চলার পথ দেখাবে।
✿ উপহার চার – ক্ষমাশীলতা। অন্যের প্রতি ক্ষমাশীল থাকুন। কেউ আঘাত করলে তাকে বিনিময়ে ক্ষমা করতে শিখুন । আপনি নিজে যদি কোনো ভুল করেন তবে নিজেকেও ক্ষমা করতে শিখুন!
✿ পাঁচ নম্বর উপহারটি হলো – আশা। জীবনের প্রতিটি অধ্যায়ে সুসময়ের আশা রাখুন। বিশ্বাস রাখুন যে সুখ আসবেই।
✿ ছয় নম্বর উপহারটি হলো – আনন্দ। আপনার মনের দরজাটি খোলা রাখুন, যেনো বাইরের আনন্দ সব সময় আপনার মধ্যে প্রবেশ করতে পারে।
এই ছয়টির মধ্যে কোন গিফটটির কথা ভুলে গিয়েছিলেন?
✿ উপহার সাত – প্রতিভা। আপনার ভেতরের প্রতিভাকে খুব তাড়াতাড়ি খুজে বের করুন এবং একটা সুন্দর পৃ্থিবী গড়তে কাজে লেগে পড়ুন।
✿ উপহার আট – কল্পনা শক্তি। এই উপহারটি আপনার স্বপ্নকে লালন করার কাজে লাগান।
✿ উপহার নয় – সম্মান। নিজেকে সৃষ্টির সেরা জীব ভেবে দেখুন একবার। করুনাময়ের প্রতি সম্মান করতে শিখুন যিনি আপনাকে এত কিছু দিয়েছেন।
✿ দশম উপহারটি হলো জ্ঞান। আপনার জ্ঞান ও বোঝার ক্ষমতা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। শুধুএর কথাগুলো কান পেতে শোনার অভ্যাস তৈরী করুন।
✿ একাদশত উপহারটির নাম আত্ববিশ্বাস। যেকোনো মুহুর্তে নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখুন।
✿ বারোতম উপহারটির নাম ভালোবাসা। আপনি সবাইকে যতই ভালোবাসবেন, আপনার ভেতরের ভালোবাসা ততই বৃদ্ধি পেতে থাকবে।
আপনার এই বারোটি ক্ষমতার কোনোটি ভুলে যাওয়ার অর্থ এই নয় যে সেগুলো আপনি হারিয়ে ফেলেছেন। এগুলো আপনার ভেতরেই রয়েছে। শুধু নিজেকে সময়মত মনে করিয়ে দেওয়ার অপেক্ষা। তাহলেই জীবন হয়ে উঠবে সর্বাঙ্গীন সুন্দর।