Tuesday, February 5, 2013

বর্তমান বিশ্ব সাধারণ জ্ঞান(২) …

***BCS ও অন্যান্য পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি)

* কাঁচা কলা পাকানো হয় – ইথিলিন (C2H4)দিয়ে ।
* প্লাসটিক(PVC)তৈরী হয়- অ্যাসিলিটিন (C2H2)দিয়ে ।
* কাচঁ তৈরির প্রধান কাঁচামাল- বালি ।
* পাতার সবুজ বর্ণ বিবর্ণ হয় – ক্যালসিয়ামের অভাবে ।
* চাঁদে সবচেয়ে বড় গর্তের নাম- ক্লেভিয়াস ।
* শান্ত সমুদ্র অবস্থিত –চন্দ্রে ।
* টেলিভিশন আবিস্কারক(সাদা কালো)- জন লগি বেয়ার্ড(জাতীয়তা স্কটিশ)আবিস্কারের সাল- ১৯২৩ ইং আবিস্কারকের জন্ম-১৮৮৮ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৪৬ ইং ।
* টেলিভিশন আবিস্কারক(রঙিন) জন লগি বেয়ার্ড(জাতীয়তা স্কটিশ)আবিস্কারের সাল- ১৯২৮ ইং আবিস্কারকের জন্ম- ১৮৮৮ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৪৬ ইং ।
* উড়োজাহাজ আবিস্কারক উইলবার রাইট ও অরভিল রাইট (জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৯০৩ ইং আবিস্কারকের জন্ম-১৮৬৭,১৮৭১ ইং আবিস্কারকের মৃত্যু ১৯১২,১৯৪৮ ইং ।
* এক্স-রে আবিস্কারক- ডব্লিউ.কে.রঞ্জেন(জাতীয়তা জার্মান)আবিস্কারের সাল- ১৮৯৫ ইং আবিস্কারকের জন্ম-১৮৪৫ ইং আবিস্কারকের মৃত্যু ১৯২৩ ইং ।
* কম্পিউটার(ল্যাপটপ) আবিস্কারক- ক্লাইভ সিনক্লেয়ার (জাতীয়তা ইংলিশ)আবিস্কারের সাল- ১৯৮৭ ইং আবিস্কারকের জন্ম-১৯৪০ ইং আবিস্কারকের মৃত্যু *** ইং ।
* ক্যামেরা আবিস্কারক- জর্জ ইস্টম্যান(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৮৮৮ ইং আবিস্কারকের জন্ম-১৮৫৪ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৩২ ইং ।
* ‌এয়ার কন্ডিশনার আবিস্কারক- ডব্লিউ.এইচ.ক্যারিয়ার(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৯০২ ইং আবিস্কারকের জন্ম-১৮৭৬ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৫০ ইং ।
* অক্সিজেন আবিস্কারক- যোসেফ প্রিষ্টলি(জাতীয়তা ইংলিশ)আবিস্কারের সাল- ১৭৭৪ ইং আবিস্কারকের জন্ম-১৭৩৩ ইং আবিস্কারকের মৃত্যু ১৮০৪ ইং ।
* হেলিকপ্টার আবিস্কারক- ইগর সিকরস্কি(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৮৩৯ ইং আবিস্কারকের জন্ম-১৮৮৯ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৭২ ইং ।
* মানুষের চোখের দর্শানুভূতির স্থায়িত্বকাল -০.১ সেকেন্ড ।
* বৃষ্টির ফোটা গোলাকার হয়- পৃষ্ঠটানের কারণে ।
* ফুল ফোটাই যে হরমোন – ফ্লোরিজেন।
* দুধকে টক করে- ব্যাকটেরিয়া ।
* ম্যালেরিয়া শব্দের অর্থ- দুষিত বাতাস ।
* কোন শব্দ শোনার পর এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে- ০.১ সেকেন্ড পর্যন্ত ।
* শব্দের বেগ বেশি – কঠিন মাধ্যমে ।
* কোষের মস্তিষ্ক বলা হয় – নিউক্লিয়াসকে ।
* ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র- সিসমোগ্রাফ ।
* উড়োজাহাজের গতি নির্ণায়ক য্ন্ত্র- ট্যাকোমিটার ।
* কম্পিউটারের স্থায়ী মেমোরি- ROM ।
* কম্পিউটারের অস্থায়ী মেমোরি- RAM ।


* সবচেয়ে ছোট পাখি- হামিং বার্ড ।
* সর্ববৃহৎ সমুদ্রিক পাখি- অ্যালবাটর্স ।
* NASA এর সদর দপ্তর অবস্থিত- ওয়াশিংটন ডিসি ।
* যুক্তরাষ্ট্রের আইন সভার নাম -কংগ্রেস ।
* আমেরিকার প্রথম প্রেসিডেন্ট- জর্জ ওয়াশিংটন ।
* বিশ্বের সবচেয়ে দির্ঘজীবী প্রাণি বৃহৎ কচ্ছপ ।
* পাখির রাজা বলা হয়- ঈগল পাখিকে ।
* পলাশীর যুদ্ধ শুরু হয়- ১৭৫৭ সালের ২৩ জুন ।
* A Brief History of Time গ্রন্থের লেখক- স্টিফেন হকিং ।
* প্রথম অলিম্পিক শুরু হয়- ৭৭৬ খ্রিস্টাব্দে ।
* আবু সায়াফ- ফিলিপাইনের গেরিলা সংস্থা ।
* কারেন- মায়ানমারের গেরিলা সংস্থা ।
* ফোর্স সেভেনটিন- ফিলিস্তিনের গেরিলা সংস্থা ।

চলবে……………


***বাংলাদেশ বিষয়াবলি সাধারণ জ্ঞান :


* হুমায়ূন ফরীদির পরকালগমন- ১৩ ফেব্রুয়ারি ২০১২ ইং এবং ১৯৫২ইং ২৯ মে ঢাকায় নারিন্দায় হুমায়ূন ফরীদির জন্ম, ২০০৪ সালে মাতৃত্ব ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান, মৃত্যুকালে তার বয়স ৬০ বছর ।
* BPL শুরু ১০ ফেব্রুয়ারি ২০১২ শেষ ২৯ ফেব্রুয়ারি ।
* দেশে বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা -৩৪টি ।
* বর্তমানে কতটি দেশে ঔষধ রপ্তানি হচ্ছে- ৭২টিরেও বেশি ।
* ১১তম শ্রমশক্তি জরিপে দেশে মোট বেকার সংখ্যা- ২৬ লাখ(বিবিএস)।
* বাংলা একাডেমী পুরষ্কার প্রবর্তন করা হয়- ১৯৬০ ইং ।
* মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত- সেগুনবাগিচা, ঢাকা ।
* স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়- ১৯৭৪ সালে(৫ম আদমশুমারি ১৫-১৯ মার্চ ২০১১ইং) ।
* বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে- বিজয়পুরে ।
* সাবাস বাংলাদেশ ভাষ্কর্যটির ভাষ্কর- নিতুন কুণ্ডু ।
* লালবাগ কেল্লা নির্মাণ করেন- শায়েস্তা খান ।
* রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার লাভ করেন- ১৯১৩ সালে ।
* রাষ্ট্রের প্রধান আইনজীবিকে বলা হয়- অ্যাটর্নি জেনারেল ।