বর্তমানে ইমেইলে স্পাম সমস্যা একটি জাতীয় সমস্যা। স্পাম মেইলের জালায় অনেকে
প্রিয় মেইল এড্রেসটিও পরিবর্তন করে ফেলে। এ যেন মাথা ব্যাথার কারণে
মাথাটাই কেটে ফেলা!
স্পাম মেইলকে কখনোই ১০০% বন্ধ করতে পারবেন না। তবে ৮০% বন্ধ করতে পারবেন আমার এই ট্রিক্স অনুসরণ করলে। তাহলে চলুন জানা যাক সেই কাঙ্খিত পথ যা মুক্তি দিবে স্পাম মেইলের জালা থেকে।
Yahoo মেইলের জন্য পদ্ধতিঃ
ইয়াহুতে স্পাম মেইল বন্ধ করার জন্য বেশ কার্যকর পদক্ষেপ রয়েছে। না জানার কারণে অনেকেই ব্যবহার করতে পারছে না। SpamGuard নামের চমৎকার ফিচারে আমি আসলেই অনেক মুগ্ধ! এই ফিচার আক্টিভ করার পর আমার স্পাম ফোল্ডারে এক সপ্তাহে প্রায় ৪০+ মেইল জমা হয়েছে। এ থেকেই বুঝা যায় কি পরিমান স্পাম মেইল প্রতিদিন আসে।
Yahoo! Mail এ এক্টিভ করার উপায়ঃ-
সিলেক্ট Option তারপর Mail Options এ যান।
এখন General category তে যান।
নিচের দিকে দেখেন Automatically move spam to Spam folder নামে একটা বক্স আছে। যদি টিক না দেয়া থাকে তবে টিক দিয়ে দিন।
তারপর সেভ করে বেরিয়ে আসুন।
Yahoo! Mail Classic এ এক্টিভ করার উপায়ঃ
Yahoo! Mail toolbar থেকে Mail Options এ যান।
Spam এর নিচে থাকা Spam Protection এ সিলেক্ট করুন।
SpamGuard যদি ON করা না থাকে তবে অন করুন।
তারপর সেভ করে বেরিয়ে আসুন।
তবে এর পরেও যেসব স্পাম মেইল আসবে সেসব রিপোর্ট করবেন। তাহলে ইয়াহু সেটার খোজ পাবে।
Gmail এর জন্য পদ্ধতিঃ
(এই অংশটি নেয়া হয়েছে এখান থেকে )
১. জিমেইলে লগ-ইন করে উপরের দিকে ডান পাশের সেটিং বাটনে ক্লিক করতে হবে।
২. নতুন পেজে আসা বিভিন্ন ট্যাব থেকে Filters ট্যাবে ক্লিক করতে হবে।
৩. এখন নিচ থেকে Create a New Filter এ ক্লিক করতে হবে।
৪. নতুন পপ-আপ উইন্ডোতে কয়েকটি ফিল্ড পূরণের জন্য দেখাবে।
৫. সেখান থেকে Has the Words ফিল্ডে in:spam লিখতে হবে।
৬. এরপর নিচের দিকে ডান পাশের Create Filter with this Search এ ক্লিক করতে হবে।
৭. পরবর্তী পপ-আপ বক্সে Delete it চেক মার্ক বক্স ও নিচের দিকে Apply filter to এর পাশের ঘরে টিক চিহ্ন দিয়ে Create Filter বাটনটিতে ক্লিক করতে হবে।
তাহলে নতুন একটি ফিন্টার খুলবে। এখন থেকে জিমেইলে কোনো স্প্যাম মেইল আসলে সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
নতুন ইন্টারফেসের পদ্ধতি সামান্য ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে ভিডিও টিউটোরিয়ালটিও দেখে নিতে পারেন
আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
স্পাম মেইলকে কখনোই ১০০% বন্ধ করতে পারবেন না। তবে ৮০% বন্ধ করতে পারবেন আমার এই ট্রিক্স অনুসরণ করলে। তাহলে চলুন জানা যাক সেই কাঙ্খিত পথ যা মুক্তি দিবে স্পাম মেইলের জালা থেকে।
Yahoo মেইলের জন্য পদ্ধতিঃ
ইয়াহুতে স্পাম মেইল বন্ধ করার জন্য বেশ কার্যকর পদক্ষেপ রয়েছে। না জানার কারণে অনেকেই ব্যবহার করতে পারছে না। SpamGuard নামের চমৎকার ফিচারে আমি আসলেই অনেক মুগ্ধ! এই ফিচার আক্টিভ করার পর আমার স্পাম ফোল্ডারে এক সপ্তাহে প্রায় ৪০+ মেইল জমা হয়েছে। এ থেকেই বুঝা যায় কি পরিমান স্পাম মেইল প্রতিদিন আসে।
Yahoo! Mail এ এক্টিভ করার উপায়ঃ-
সিলেক্ট Option তারপর Mail Options এ যান।
এখন General category তে যান।
নিচের দিকে দেখেন Automatically move spam to Spam folder নামে একটা বক্স আছে। যদি টিক না দেয়া থাকে তবে টিক দিয়ে দিন।
তারপর সেভ করে বেরিয়ে আসুন।
Yahoo! Mail Classic এ এক্টিভ করার উপায়ঃ
Yahoo! Mail toolbar থেকে Mail Options এ যান।
Spam এর নিচে থাকা Spam Protection এ সিলেক্ট করুন।
SpamGuard যদি ON করা না থাকে তবে অন করুন।
তারপর সেভ করে বেরিয়ে আসুন।
তবে এর পরেও যেসব স্পাম মেইল আসবে সেসব রিপোর্ট করবেন। তাহলে ইয়াহু সেটার খোজ পাবে।
Gmail এর জন্য পদ্ধতিঃ
(এই অংশটি নেয়া হয়েছে এখান থেকে )
১. জিমেইলে লগ-ইন করে উপরের দিকে ডান পাশের সেটিং বাটনে ক্লিক করতে হবে।
২. নতুন পেজে আসা বিভিন্ন ট্যাব থেকে Filters ট্যাবে ক্লিক করতে হবে।
৩. এখন নিচ থেকে Create a New Filter এ ক্লিক করতে হবে।
৪. নতুন পপ-আপ উইন্ডোতে কয়েকটি ফিল্ড পূরণের জন্য দেখাবে।
৫. সেখান থেকে Has the Words ফিল্ডে in:spam লিখতে হবে।
৬. এরপর নিচের দিকে ডান পাশের Create Filter with this Search এ ক্লিক করতে হবে।
৭. পরবর্তী পপ-আপ বক্সে Delete it চেক মার্ক বক্স ও নিচের দিকে Apply filter to এর পাশের ঘরে টিক চিহ্ন দিয়ে Create Filter বাটনটিতে ক্লিক করতে হবে।
তাহলে নতুন একটি ফিন্টার খুলবে। এখন থেকে জিমেইলে কোনো স্প্যাম মেইল আসলে সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
নতুন ইন্টারফেসের পদ্ধতি সামান্য ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে ভিডিও টিউটোরিয়ালটিও দেখে নিতে পারেন
আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।