Saturday, March 23, 2013

কম্পিউটার স্লো মনে হচ্ছে? এখনি ফাস্ট করে নিন কয়েকটি উপায়ে । পর্ব – ২

ইতিপূর্বে  পর্ব – ১ এ কম্পিউটার  ফাস্ট করার কয়েকটি উপায় নিয়ে আলোচনা করেছিলাম।

পর্যায়ক্রমে এটি চলতে থাকবে ।  অনাকাঙ্খিত স্টার্ট আপ আইকন গুলো অফ করে রাখুন । এজন্য প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে রান এ ক্লিক করুন, লিখুন msconfig এন্টার দিন, সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি ডায়লগ বক্স আসবে, তারপর স্টার্টাপ অপশন সিলেক্ট করে Disable All ক্লিক করে ওকে করুন।

কম্পিউটার রিস্টার্ট চাইবে রিস্টার্ট দিলে ডেস্কটপ এ একটি ডায়লগ বক্স আসবে তাতে টিক দিয়ে ওকে করলেই কাজ শেষ
ভাইরাস থেকে মুক্ত থাকতে যেকোনো ডিভাইস অটোপ্লে হওয়া বন্ধ করুন । এজন্য প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে রান এ ক্লিক করুন, gpedit.msc  লিখে  এন্টার দিন, তারপর Group Policy তে কম্পিউটার কনফিগারেশন এ সিস্টেম অপশন ক্লিক করলে ডান পাশে Turn off Autoplay দেখা যাবে, এটির প্রপার্টিস এ যেতে হবে  ।

তারপর  Turn off Autoplay প্রপার্টিস ডায়লগ বক্স আসবে, এখানে Enabled ক্লিক করে All  drives সিলেক্ট করে ওকে করুন

Windows Firewall অফ করে দিন, অনাকাঙ্খিত মেসেজ থেকে রেহায় পাবেন,  পাশাপাশি এর্রর রিপোর্ট ও disable করে রাখুন ।  এজন্য স্টার্ট মেনুতে গিয়ে সেটিং এ গিয়ে কন্ট্রোল পানেল থেকে সিকিউরিটি সেন্টার ওপেন করুন ।
 
এখানে Change the way Security  Center Setting এ ক্লিক করে সব আনচেক  করে দিন  এবং ওকে করুন

তারপর স্টার্ট মেনুতে গিয়ে সেটিং এ গিয়ে কন্ট্রোল পানেল থেকে উইন্ডোস firewall  ওপেন করুন, অফ করে ওকে করুন ।
Error রিপোর্ট Disable করতে My কম্পিউটার এর প্রপার্টিস এ গিয়ে এডভান্স এ গিয়ে Error Reporting  এ ক্লিক  করুন


Disable error এ ক্লিক করে But notify me আনচেক করে দিন ।
Automatic আপডেট অফ করে রাখুন ।


My কম্পিউটার এর প্রপার্টিস এ গিয়ে অটোমেটিক updates সিলেক্ট করে Turn off করে ওকে করুন  ।  খেয়াল করে দেখুন আপনার কম্পিউটার ফাস্ট হয়েছে, আমার আগের টিউনটি দেখে নিতে পারেন, যেটি ছিল প্রথম পর্ব,  এখানে আরো কিচু টিপস দেয়া হয়েছে ।