আমরা কম্পিউটার এ বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি, আর কাজ করতে গিয়ে নানা সমস্সায় পড়তে হয় । সমাধান করতে গিয়ে বিপাকেও পড়তে হয়, কখনো অপারেটিং সিস্টেম এর সমসসা, কখনো ডিভাইস এর সমসসা, কখনো অনেক অদ্ভুত সমসসা । নানা সমসার সমাধান দিতে আমি এ টিউন নিয়ে হাজির হয়েছি । আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি কম্পিউটার স্লো হয়ে গেলে দ্রুত করার কয়েকটি সমাধান নিয়ে আলোচনা করব । এতে কাজের গতি বৃদ্ধি পাবে, অহেতুক ঝামেলা নিয়ে অতিরিক্ত টেনসন করতে হবে না । আমরা অনেকে এক্সপি, ২০০০, সেভেন কিংবা এইট ইউস করি, আবার কিছু অফিস আদালতে এখনো ৯৮ ইউস করতে দেখা যায় । আমরা কতটুকু ডিজিটাল হতে পেরেছি এটা দেখে মনে প্রশ্ন জেগে যায় । যাইহোক, যা বলছিলাম, সকল অপারেটিং সিস্টেমে সমসার টাইটেল একই হলেও সমাধানের প্রকার একটু ভিন্ন । তবুও সমাধান এর পদ্ধতি খুব কাছাকাছি, আমরা ধারাবাহিকভাবে এ বিষয়ে আলোচনা করব । আসুন দেখে নেই স্পীড বাড়ানোর জন্য কোন কোন ফর্মুলা এপ্লাই করা যেতে পারে ।
প্রথমে মাই কম্পিউটার এর প্রপার্টিস এ যান ।
তারপর এডভান্স অপশন সিলেক্ট করুন ।
পারফরমেনস অপশনস এর থার্ড অপশন এডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স সিলেক্ট করে ok করি ।
তারপর ডেস্কটপ এ right বাটন ক্লিক করে প্রপার্টিস এ গিয়ে থিমস এ Windows ক্লাসিক সেট করে নিন, তারপর ok করুন ।
কাজটি ok করার পর স্ক্রিন সেভারও অফ করে রাখুন । এর ফলে আপনার কম্পিউটার এর গ্রাফিক্স এফেক্ট অফ
হয়ে যাবে, রেম এর উপর চাপ কম হবে, যার ফলে আগের চেয়ে বেশি স্পীড পাবেন ।
ভার্চুয়াল মেমরি বাড়িয়ে নিন : প্রথমে মাই কম্পিউটার এর প্রপার্টিস গিয়ে এডভান্স অপশন সিলেক্ট করুন, পারফরমেন্স অপশন এর সেটিং এ ক্লিক করে আবার advance এ ক্লিক করুণ
পারফরমেন্স অপশন এর ভার্চুয়াল মেমরি এর change অপশন এ ক্লিক করুন ।
এখানে কাস্টম সাইজ এ আপনার রেম এর মেমরির দিগুন সাইজ সেট করুন ইনিশিয়াল সাইজ এ, আর তার ডাবল সাইজ সেট করুন মাক্সিমাম সাইজ এ, তারপর ok করে রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন ।
অতিরিক্ত সকল ফাইল রিমুভ করুন :
স্টার্ট মেনুতে ক্লিক করে রান এ ক্লিক করুন, তারপর লিখুন “prefetch” এন্টার দিন, সকল ফাইল মুছে ফেলুন ।
একইভাবে temp %temp% cookies inf লিখে একে একে এন্টার দিয়ে সব ফাইল মুছে ফেলুন ।
এখন দেখুন আপনার কম্পিউটার আগের চেয়ে দ্রুত গতির হয়েছে । চলবে …
প্রথমে মাই কম্পিউটার এর প্রপার্টিস এ যান ।
তারপর এডভান্স অপশন সিলেক্ট করুন ।
পারফরমেনস অপশনস এর থার্ড অপশন এডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স সিলেক্ট করে ok করি ।
তারপর ডেস্কটপ এ right বাটন ক্লিক করে প্রপার্টিস এ গিয়ে থিমস এ Windows ক্লাসিক সেট করে নিন, তারপর ok করুন ।
কাজটি ok করার পর স্ক্রিন সেভারও অফ করে রাখুন । এর ফলে আপনার কম্পিউটার এর গ্রাফিক্স এফেক্ট অফ
হয়ে যাবে, রেম এর উপর চাপ কম হবে, যার ফলে আগের চেয়ে বেশি স্পীড পাবেন ।
ভার্চুয়াল মেমরি বাড়িয়ে নিন : প্রথমে মাই কম্পিউটার এর প্রপার্টিস গিয়ে এডভান্স অপশন সিলেক্ট করুন, পারফরমেন্স অপশন এর সেটিং এ ক্লিক করে আবার advance এ ক্লিক করুণ
পারফরমেন্স অপশন এর ভার্চুয়াল মেমরি এর change অপশন এ ক্লিক করুন ।
এখানে কাস্টম সাইজ এ আপনার রেম এর মেমরির দিগুন সাইজ সেট করুন ইনিশিয়াল সাইজ এ, আর তার ডাবল সাইজ সেট করুন মাক্সিমাম সাইজ এ, তারপর ok করে রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন ।
অতিরিক্ত সকল ফাইল রিমুভ করুন :
স্টার্ট মেনুতে ক্লিক করে রান এ ক্লিক করুন, তারপর লিখুন “prefetch” এন্টার দিন, সকল ফাইল মুছে ফেলুন ।
একইভাবে temp %temp% cookies inf লিখে একে একে এন্টার দিয়ে সব ফাইল মুছে ফেলুন ।
এখন দেখুন আপনার কম্পিউটার আগের চেয়ে দ্রুত গতির হয়েছে । চলবে …